পঞ্চগড়ে যক্ষারোগ প্রতিরোধে নাটাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

যক্ষা রোগ প্রতিরোধে সুশিল সমাজের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার পঞ্চগড় প্রেসকাব হলরুমে বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে ওই সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিটি-নাটাব পঞ্চগড় জেলা শাখা।
এতে মূল আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের অবসরপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ও নাটাব জেলা শাখার সভাপতি ডা. বাহারাম আলী।
পঞ্চগড় পৌরসভার মহিলা কাউন্সিলর কে এ দিলখুসা প্রধান বিপ্লবীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন নাটাব’র রংপুর বিভাগের প্রতিনিধি কাওছার উদ্দীন, নাটাব পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম প্রমূখ।