কাহালু উপজেলা শিক্ষা কমিটির প্রথম সভায় এম পি আলহাজ্ব মোশারফ হোসেন

রোববার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা শিক্ষা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় এর সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু), উপজেলা শিক্ষা কমিটির সচিব ও উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল আলম, উপজেলা শিক্ষা কমিটির সদস্য মো. আব্দুল মান্নান, সদস্য ও বীরকেদার ইউ পি চেয়ারম্যন মো. ছেলিম উদ্দিন, সদস্য মো. আব্দুল মোমিন, মো. বেলাল উদ্দিন প্রামানিক, মোছাঃ মনিরা খাতুন সহ অন্যান্য সদস্যবৃন্দ।