শিবগঞ্জে অবৈধভাবে গভীর নল কুপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, কৃষকের হাহাকার।

বগুড়ার শিবগঞ্জের বুড়িগঞ্জ ইউপির জমতলি এলাকায় গভীর নল কুপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সংবাদ পাওয়া গেছে। ঘটনার স্থলে গিয়ে জানা যায় পঞ্চদাশ গ্রামের মৃত তায়েব আলী ফকিরের ছেলে তোজাম্মেল হোসেন ২০০৮ সালে একটি গভীর নল কুপ স্থাপন করেন। পরে তোজাম্মেল হোসেন সেচ প্রকল্পে লাইসেন্স ও বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য আবেদন করিলে ২০১০ সালে আবেদন মুলে বিদ্যুৎ সংযোগ এবং লাইসেন্স প্রাপ্ত হয়। প্রতি হিংসায় মরিয়া হয়ে উঠে ঐ গ্রামের মৃত রফিকুল ইসলাম বুলুর ছেলে এরশাদ আলী । এরশাদ আলী তোজাম্মেল হোসেনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। পরে তোজাম্মেল হোসেন এরশাদ আলীর উপরে মামলা দায়ের করেন। এই নিয়ে চলছে উভয় পে মামলা মোকদ্দমা। আদালতে মামলা থাকা অবস্থায় মতার দাপট দেখিয়ে প্রশাসনের সহ যোগীতায় এরশাদ আলী বিগত ২০/০২/২০২০ ইং তারিখে উক্ত গভীর নল কুপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং ঘরে তালা লাগিয়ে দেয়। এতে কৃষকরা হতাশ ! অত্র এলাকার কৃষকের ঐ নল কুপের আওতায় প্রায় দুই শত বিষ বিঘা জমি রয়েছে। ইতি মধ্যে প্রায় একশ বিঘা জমিতে বুরো ইরি ধান চাষ করা হয়েছে। ঐ ধানে পানি পাবে কোথায় এই নিয়ে কৃষকরা দুঃচিন্তায় পড়েছে। বেশির ভাগ রয়েছে গরীব কৃষক তারা আদি পত্তন ও বর্গা নিয়ে ধান চাষ করেছে। জমিতে পানি নেই জমির ধান মরতে বসেছে দিশেহারা কৃষক। অতি সত্তর বিদ্যুৎ সংযোগ না পেলে ল ল টাকা তি গ্রস্থের মধ্যে পরবে গরীব কৃষকরা। উপর মহলের কাছে গরীব কৃষকদের দাবী সরে জমিনে তদন্ত করে সত্য প্রমাণিত হলে যেনো বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। তা না হলে দুইশত বিঘা জমিতে ইরি বুরো চাষ করতে পারবে না এলাকার অসহায় গরীব কৃষক।