হিলিতে বাড়ির ভিত্তি প্রস্তর খনন কাজের সময় পরিত্যক্ত মাইন ও গ্রেনেড উদ্ধার
দিনাজপুরের হিলিতে বাড়ির ভিত্তি প্রস্তরের খনন কাজের সময় মাটির নিচে থাকা একটি মাইন ও গ্রেনেড উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ।
রবিবার বিকেল ৫টায় উপজেলার বোয়ালদাড়ের পুর্বপাড়া এলাকা থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়। গ্রেনেড মাইনটি মুক্তিযুদ্ধের সময় পাকিস্থানী হানাদার বাহিনী ফেলে গিয়েছিল বলে ধারণা করছে পুলিশ।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রাজ্জাক আকন্দ জানান, বিকেলে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নে একটি নতুন বাড়ির নির্মাণের কাজ করার সময় মাটি খুড়ঁতে গিয়ে মাটির নিচে থাকা ধাতব একটি বস্তু দেখতে পায় শ্রমিকরা। বোমা সদৃশ্য দেখে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।