গোবিন্দগঞ্জে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধানঅতিথী-হিসেবে বক্তব্য রাখেন ৩২ গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী মহোদয়।
বিশেষ অতিথী-হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আব্দুল লতিফ প্রধান। আজ সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান,উপজেলা শিক্ষা অফিসার রমজান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুনুর রশীদ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডু,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ।