পঞ্চগড়ে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সেমিনার

পঞ্চগড়ে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ন্যাশনাল হেল্প লাইন ১০৯ এর কার্যক্রম শক্তিশালীকরণের তাগিদ দেওয়া হয়েছে। ‘মুজিব বর্ষের প্রত্যয়, নারী ও শিশু নির্যাতন আর নয়’ এ শ্লোগান নিয়ে গতকাল সোমবার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে নারী ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের মাল্টিসেক্টরাল প্রোগ্রামের আওতাধীন ‘উইমেন অ্যান্ড চিলড্রেন ইন সাক মেম্বার স্টেটস (বাংলাদেশ) ও জেলা প্রশাসন যৌথভাবে এক সেমিনারের আয়োজন করে।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রুখশানা মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও জ্যেষ্ঠ মুখ্য বিচারিক হাকিম মো. আহসান হাবীব, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী কমিশনার নজরুল ইসলাম। আলোচনায় অংশ নেন জেলা তথ্য অফিসার মো. নাঈমুল হক, তেঁতুলিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা, দেবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান রিতু আকতার, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান মনিরা পারভীন, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রধান, পঞ্চগড় প্রেসকাবের সভাপতি সফিকুল আলম, জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন নারী নেত্রী ও জেলা পরিষদ সদস্য আকতারুন নাহার সাকী। দিনব্যাপী কর্মশালায় জেলা পর্যায়ের কর্মকর্তা, নারী জনপ্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নেয়।
সেমিনারে ১০৯ এবং নির্যাতনের শিকার নারী ও শিশুর তাৎক্ষণিক সহায়তায় জয় মোবাইল অ্যাপস বিষয়ে ধারণা দেওয়া হয়। বলা হয়, এ নম্বর ও অ্যপসে বিনা পয়সার কল করে সেবা নেওয়া যাবে। পরিচয় গোপন রাখা যাবে। ইতিমধ্যে অনেকেই এ সেবা গ্রহণ করে উপকৃত হয়েছেন। ব্যাপক প্রচারের মাধ্যমে এ সেবা নিশ্চিত করতে পারলে নারী ও শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধ হবে বলে অভিমত দেন অনেকেই।।