বাড়ি ফেরার পথে প্রবাসীর মালামাল লুট, গ্রেফতার ৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে লুট হওয়া প্রবাসীর মালামাল গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে গাজীপুরের টঙ্গী থেকে থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। এ সময় আটক ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন রূপগঞ্জ উপজেলার অহিদ বয়াতির ছেলে নাজমুল হোসেন (২৫), একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে মুন্না (২২), মালেকের ছেলে রাকিব (২৫), ময়মনসিংহের শহিদ মিয়ার ছেলে রনি খান (২৫), মাদারীপুরের মৃত ইমদাদুল হকের ছেলে মেহেদী হাসান (২৫), লক্ষ্মীপুরের মৃত রোস্তম আলীর ছেলে সিরাজুল ইসলাম ওরফে সুমন (২৫), নোয়াখালীর সৈয়দ আহমেদের ছেলে মানিক মিয়া (২০), ঝালকাঠির বিল্লাল তালুকদারের ছেলে রেজাউল তালুকদার (২৫)।
সেই সঙ্গে ডাকাত দলের সদস্যরা নুরুল ইসলাম ও প্রাইভেটকার চালককে অস্ত্রের মুখে পিটিয়ে আহত করেন। এ সময় ২৭ কুয়েতি দিনার, সাত হাজার টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার, কাপড়-চোপড় ও ইলেকট্রনিকস মালামালসহ দুই লাখ ৫০ হাজার টাকার জিনিসপত্র লুট করে নিয়ে যায় ডাকাতরা। ওই রাতেই রূপগঞ্জ থানায় অভিযোগ দেন প্রবাসী নুরুল ইসলাম।
ওসি মাহমুদুল হাসান বলেন, অভিযোগের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিনের নেতৃত্বে টঙ্গীর রেলস্টেশন এলাকা থেকে প্রাইভেটকারসহ ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করে পুলিশ। এ সময় তিন ডাকাতকে গ্রেফতার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ময়মনসিংহ ও ঢাকার কারওয়ান বাজার থেকে বাকি পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ডাকাতির মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।