সিংড়ায় লটারীর মাধ্যমে কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ

নাটোরের সিংড়ায় কৃষকদের কাছ থেকে সরাসরি আমন ধান সংগ্রহের নিমিত্তে লটারী অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে লটারী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু তদারকি করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, চামারী ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা, লালোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, পিআই ও আলআমিন সরকার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাদ্য সুব্রত কুমার সহ আরো অনেকে।
উল্লেখ্য, ২৬৯ মেট্রিক টন আমন সংগ্রহ করা হবে।