হিলিতে গুড়িগুড়ি বৃষ্টি, জনদূর্ভোগ চরমে

শীতের মাঘ মাস পেরিয়ে চলতি ফাল্গুন মাসে শুরু হয়েছে মেঘলা আকাশ আর বুষ্টি। দিনাজপুরের হিলিতে সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি ঝড়ছে। বৃষ্টি কারণে জনজীবন অচল হয়ে পড়েছে। স্থলবন্দরে পন্য লোড আনলোডও ব্যাহত হচ্ছে। এদিকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ ও গবাদীপশুর দূর্ভোগে পড়ছে।
দুই দিন ধরে হিলির আকাশ মেঘলা থাকার পর মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হয়েছে গুড়িগুড়ি বৃষ্টি। শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীর উপস্থিতি ছিল কম। বন্দরের শ্রমিক, ভ্যান, বিক্সা, শ্রমিকরা বেকায়দায় পড়েছেন। বিরতিহীন বৃষ্টি কারণে অসংখ্য গবাদীপশুর খাদ্য সংকট দেখা দিতে পারে বলে জানিয়েছেন এলাকাবাসী।
একজন রিক্সাচালক আফসার আলী বলেন,সকালে মেঘ দেখে রিক্সা নিয়ে বাহির হয়েছি। ঘন্টাখানিক পর বৃষ্টি শুরু হয়েছে।কোন রেইনকোট বা ছাতা আনা হয়নি। বৃষ্টিতে ভিজেই যাত্রী তুলছি। প্রচন্ড ঠান্ডা বাতাসে শরীর অকেজো হয়ে আসছে। কিছু করার নেই কারন পরিবার পরিজনদের সকল চাহিদা পুরন করতে হবে।
মাছরাঙা টিভির হিলি প্রতিনিধি হালিম আল রাজি জানায়, সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়েছে। বাড়ী থেকে ছাতা নিয়ে বের হয়েছি।
পথচারী মৌসুমি আক্তার বলেন, ভাগ্যিস ছাতা নিয়ে আসছি,তা না হলে এই বৃষ্টিতে ভিজে যেতাম।আম্মু আর ছোট ভাই রাব্বিকে নিয়ে মার্কেটে এসেছি কেনাকাটা করতে।একটি ছাতা দিয়ে তিন জনের শরীর বৃষ্টি থেকে রক্ষা হচ্ছে না। আর একটি ছাতা আনতে পারলে এমন করুন অবস্থা হতো না।
ফুটপথে খোলা আকাশের নিচে দোকান দেওয়া একজন সব্জী ব্যবসায়ী খালেক মিয়া বলেন, মাথার উপরে কোন ছাদ নেই বাবা।বৃষ্টির পানিতে ভিজে দোকানে বেচাকেনা করছি।কোন উপায় নেই, ছেলেমেয়েদের মুখের আহার জোগার করতে হবে।
আমরা গরীব মানুষ, ঝড় বৃষ্টি ও শীতে আমাদের কিছুই করার থাকেনা।