আত্রাইয়ে সন্ত্রাস-জঙ্গীবাদ ও মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন নির্মূলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় আত্রাই থানার আয়োজনে উপজেলার বান্ধাইখাড়া ডিগ্রি কলেজ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বান্ধাইখাড়া ডিগ্রি কলেজের অধ্য্য আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোসলেম উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আব্দুস শুকুর সরদার, সহকারী অধ্য তৈফিকুল ইসলাম লিটন, আত্রাই প্রেসকাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, আত্রাই থানা ডিএসবি নুরুল ইসলামসহ ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ।