কুড়িগ্রাম প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত সভাপতি নীলু ও সম্পাদক বিপ্লব

কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে পুনরায় সভাপতি পদে আহসান হাবীব নীলু ও সাধারণ সম্পাদক পদে খ.ম আতাউর রহমান বিপ্লব নির্বাচিত হয়েছে। প্রেসক্লাব পরিচালনা পর্ষদের ১৫ টি পদের সব গুলো পদেই নীলু- বিপ্লব প্যানেলের সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।নতুন এই কমিটি আগামী দুই বছর কুড়িগ্রাম প্রেসক্লাবের দায়িত্ব পালন করবেন।
ক্লাবের নির্বাচন পরিচালনা পরিষদের প্রধান নির্বাচন কমিশনার মো: শাহাবুদ্দিন (বাংলাদেশ বেতার) ও সহকারি নির্বাচন কমিশনার মিজানুর রহমান মিন্টু (মানবজমিন) ও নাজমুল হোসেন (যমুনা টিভি) আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দুপুরের দিকে বিজয়ীদের নাম ঘোষণা করেন।
এই প্যানেলের বিজয়ীরা হলেন সভাপতি পদে আহসান হাবীব নীলু (বিটিভি, যুগান্তর ও বিডিনিউজ২৪.কম), সাধারণ সম্পাদক পদে খ.ম আতাউর রহমান বিপ্লব(একুশে টেলিভিশন) সহসভাপতি পদে হারুন উর রশীদ হারুন (দিনকাল) ও রেজাউল করিম রেজা (নয়াদিগন্ত), যুগ্ম সম্পাদক পদে মাহফুজার রহমান খন্দকার (দি ইন্ডিপেন্ডেন্ট, বৈশাখী টেলিভিশন), কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম রেজা (দৈনিক জাগোবাহে), দপ্তর সম্পাদক পদে এম.রহমান রঞ্জু (ভোরের ডাক), ক্রীড়া সম্পাদক পদে হুমায়ুন কবির সূর্য্য ( দৈনিক সংবাদ, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন), সমাজকল্যাণ সম্পাদক পদে তৌহিদুল ইসলাম বকসী ঠান্ডা (সময়ের আলো), সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে আব্দুল খালেক ফারুক (কালেরকণ্ঠ, ইনডিপেন্ডেন্ট টেলিভিশন ও বাসস), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে গোলাম মাসুদ (সকালের কাগজ)।
কার্যকরী সদস্য পদে সফি খান (প্রথম আলো), এবি সিদ্দিক (ভোরের কাগজ), শফিকুল ইসলাম বেবু (বাংলাভিশন, ইনকিলাব ও ইউএনবি) এবং রাজু মোস্তাফিজ (জনকণ্ঠ ও একাত্তর টেলিভিশন ) নির্বাচিত হয়েছে।
নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসন,বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ , সুশীল সমাজ,ব্যাবসয়ী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও জেলার সকল উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে নতুন এই কমিটিকে।