কাহালুতে লাইট হাউসের উদ্যোগে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডেমোক্রোসি ইন্টারন্যাশনাল বাস্তবায়নে, ইউএসএআইডি’র প্রমোটিং পিস এ্যান্ড জাস্টিস (পিেিজ) এ্যাকটিভিটি আর্থিক সহযোগিতায় মঙ্গলবার বগুড়ার কাহালুর আল্লামের তাকিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে জেলা লিগ্যাল এইড ও লাইট হাউস এর যৌথ আয়োজনে “সরকারি আইনগত সহায়তাই জনগণের জন্য কল্যাণকর বিষয়ের উপর বির্তক প্রতিযোগিতা” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গরীব অসহায় অসচ্ছল নারী/পুরুষদের জাতীয় আইনগত সহায়তা আইন/২০০০ইং নিয়ে দু” দলের মধ্যে চুলছেড়া বিশ্লেষণের মাধ্যমে পাঁচপীর মাজার বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হন এবং আল্লামের তাকিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ রার্নাস আপ হন। বির্তকে শ্রেষ্ঠ বক্তা হয়েছেন পাঁচপীর মাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের নাজরিন আরা। বির্তক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল্লামের তাকিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হান্নান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দূর্গাপুর ইউ পি চেয়ারম্যান বদরুজ্জামান খান (বদের), লাইট হাউসের প্রকল্প সমন্বয়কারি রশিদা খাতুন, বগুড়া জজ কোর্টের প্যানেল আইনজীবি এ্যাডঃ এমদাদুল হক খন্দকার, পাঁচপীর মাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেলী রানী সরকার প্রমূখ।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কাহালু মডেল প্রেসকাবের সাধারণ সম্পাদক এম এ মতিন, আল্লামের তাকিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি প্রধান শিক্ষক টি এম ফেরদৌস আলম, পাঁচপীর মাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক এ কে এম ফজলে রাব্বী। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আল্লামের তাকিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি শিক্ষক এমদাদুল হক মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২টি প্রতিষ্ঠানের ৫ শত জন ছাত্র/ছাত্রী ও শিক্ষক/শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন লাইট হাউসের উপজেলা সমন্বয়কারি নিশি কান্ত ও শিরিন আকতার।