চাল বোঝাই ট্রাকে ফেনসিডিল, গ্রেফতার ৩

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক বিরোধী অভিযানে চাল বোঝাই ট্রাকে ১৪০ বোতল ফেনসিডিলসহ তিন জনকে আটক করেছে থানা পুলিশ।
আটকৃতরা হলেন দিনাজপুর সদর উপজেলার চকরামপুর গ্রামের ইউসুফ হোসেনের ছেলে মোশারফ হোসেন(২৭) একই গ্রামের আইনুল হকের ছেলে ইব্রাহীম খলিল (২৬) ফেনসিডিলের মালিক নবাবগঞ্জ উপজেলার মোগরপাড়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে শফিউল আলম (২৯)।
মঙ্গলবার বিকেলে তাদের দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ঘোড়াঘাট অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম।
তিনি আরও জানান,মঙ্গলবার ভোর রাতে চাল বোঝাই ট্রাকে ফেনসিডিল পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ সড়কের নুরজাহানপুর নামক স্থানে অবস্থান নেয়। এ সময় চাল বোঝাই (ঢাকা মেট্রো ট-১৮-৯৭৪৮) ট্রাকটি তল্লাশি করে ট্রাকের ক্যাবিনে সাদা রঙ্গের প্লাস্টিকের বস্তায় বিশেষ কৌশলে রাখা ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
মাদক পাচারের অপরাধে ডাইভার মোশারফ হোসেন,হেলপার ইব্রাহীম খলিল ও ফেনসিডিলের মালিক শফিউল আলমকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।