নবাবগঞ্জে ভটভটি-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

দিনাজপুরের নবাবগঞ্জে ভটভটি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। নিহতরা হলেন- নবাবগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের আলমঙ্গীর হোসেনের স্ত্রী ইসমত আরা (২৫) ও রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বলদীপুর গ্রামের জহুরুল ইসলাম (৩৫)।তারা দুইজনই অটোরিক্সার যাত্রী।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় বিরামপুর –নবাবগঞ্জ সড়কের শওগুনখোলা নামক স্থানে।
নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহন জানায়, মঙ্গলবার সন্ধ্যায় শওগুনখোলা নামক স্থানে ভটভটি-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন জন গুরুতর আহত হয়। উন্নত চিকিৎসার জন্য রংপুর হাসপাতালে নেওয়ার পথে ইসমত আরা ও জহুরুল ইসলাম মারা যায়। আহত জনকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, এঘটনায় ভটভটিকে আটক করে থানায় নেওয়া হয়েছে।