সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজে নবনির্মিত গ্রন্থাগার ভবনের উদ্বোধন

নীলফামারীর সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজের নবনির্মিত গ্রন্থাগার ভবনের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শহরের মুন্সিপাড়ার কলেজ চত্বরে গত মঙ্গলবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম। এতে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার নাহিদ হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাবিনা সালাম।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ও সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আখতার হোসেন বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহসিনুল হক মহসিন, সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকার,সাবেক অধ্যক্ষ মো. আইউব আলী সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বাবু প্রমূখ।
এর আগে প্রধান অতিথি সংসদ সদস্য রাবেয়া আলীম নবনির্মিত গ্রন্থাগার ভবনের নাম ফলকের উন্মোচন করেন ।
অনুষ্ঠানে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. একরামুল হক, পৌর কাউন্সিলর শেখ মো. মোহন, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ,আমন্ত্রিত অতিথি, সুধীজন, সাংবাদিক কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কলেজের তথ্য ও প্রযুক্তি বিষয়ের প্রভাষক মো. লোকমান হাকিম লিটন পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।