গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে তরুণীকে গণধর্ষণের মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। দণ্ডিতদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে টাকা আদায় করে ওই তরুণীকে দেয়ার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেয়া হয়েছে।
আজহ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ আদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন-সদর উপজেলার ভাটপিয়ারী গ্রামের মো. রাসেল (২২), সোহেল (২৩), রাজ্জাক (৪১), নাজমুল (২১), নুরু ওরফে নুর ইসলাম (২৩) ও মোমিন (৩১)। আসামিদের মধ্যে সোহেল ও আব্দুল মোমিন পলাতক রয়েছেন।
সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলু এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার বিবরণে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারী গ্রামে ওই তরুণী পাঁচিল গ্রামের রাসেলকে ভালোবাসেন।
২০১৬ সালের ২০ এপ্রিল রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে যমুনা নদীর ভাটপিয়ার চরে আসতে বলেন রাসেল। ওই তরুণী সেখানে গেলে রাসেল ও অন্যরা তার ওপর যৌন নির্যাতন চালায়। পরে তাকে আখ ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যান আসামিরা।
ওই তরুণীকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেন।