পঞ্চগড়ে মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা আয়োজনে পঞ্চগড়ে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় মহিলা
আওয়ামীলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ পঞ্চগড় জেলা শাখার সভাপতি রিজিয়া ইসলাম, সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন, জেলা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান আকতারসহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন।