আশুলিয়ায় বাবাকে হত্যার অভিযোগ, আটক ২

ঢাকার অদূরে আশুলিয়ায় নিজ সন্তানের বিরুদ্ধে তার বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম জয়নাল আবেদীন (৫০)। পারিবারিক কলহের জের ধরে লোহার রড দিয়ে জখম করে হত্যার এ ঘটনায় ছেলে লিমন (২৪) ও নিহতের স্ত্রী লাইলি বেগমকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে আশুলিয়ার দোসাইদ এলাকায় গ্রাম্য ডাক্তার জয়নাল আবেদীন তার নিজ বাড়িতে খুন হন।
আশুলিয়া থানার এসআই সামিউল হক জানান, দোসাইদ এলাকার জয়নাল আবেদীনকে লোহার রড দিয়ে জখম করে হত্যা করেছে তার ছেলে লিমন। এ ঘটনায় লিমন ও তার মা লাইলি বেগমকে আটক করা হয়েছে। তবে কী কারণে হত্যা করা হয়েছে সে বিষয়ে পরবর্তীতে অধিকতর জিজ্ঞাসাবাদে জানা যাবে বলে তিনি জানান।
তিনি আরো জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। একই সাথে এঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল খালেক বলেন, প্রায়ই বাবা ও ছেলের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এর জের ধরে ছেলে তার বাবাকে পিটিয়ে হত্যা করেছে। এ হত্যার পিছনে নিহতের স্ত্রীরও ইন্ধন থাকতে পারে।