ঘোড়াঘাটে র্যাবের অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ১
দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৯২ বোতল ফেন্সিডিলসহ এক জনকে আটক করেছে দিনাজপুর র্যাব-১৩। আটককৃত ফেন্সিডিল ব্যবসায়ী হাকিমপুর উপজেলার বানিয়াল গ্রামের নীল মিয়ার ছেলে নওশাদ আলী সরকার (৩০)।
র্যাব-১৩ জানায়, দিনাজপুর এর একটি আভিযানিক দল অধিনায়ক লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে শুক্রবার ভোর রাতে ঘোড়াঘাট উপজেলার হরিপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে ২৯২ বোতল ফেন্সিডিলসহ নওশাদকে গ্রেফতার করি।
আটককৃত আসামীর বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার সকালে হস্তান্তর করা হয়েছে।