বগুড়ার শিবগঞ্জে ৭ দিনে ৪ খুন: এলাকাজুড়ে আতঙ্ক

বগুড়ার শিবগঞ্জে আবারও একটি নারীর লাশ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে শিবগঞ্জের পৌর এলাকার আঁচলাই মহল্লার একটি ধানক্ষেত থেকে শিরিন সুলতানা (২৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিরিন সুলতানা শিবগঞ্জের পৌর এলাকার নয়াপাড়া গ্রামের মামুনের স্ত্রী এবং নামুজা ইউনিয়নের গিঙ্গেরগাড়ি গ্রামের সেকেন্দার আলীর মেয়ে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, নিহত গৃহবধূ স্বামীসহ পরিবারের লোকজন পালিয়েছে। পরিবারের সদস্যদের ধরতে অভিযান চলছে। এদিকে গত বুধবার (১৯ ফেব্রুয়ারী) শিবগঞ্জ উপজেলার পিরব খয়রাপুকুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে রেজাউল করিম (৪৫) নামের এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এঘটনায় নিহতের ছেলে মোঃ আতিকুর রহমান বাদী হয়ে গত ২০ ফেব্রুয়ারী শিবগঞ্জ থানায় ১৭ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় সদর ও শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মহাস্থানের অদূরে দিঘলকান্দী মোড়ে ছাগল বিক্রির কথা বলে মোবাইল ফোনে দুই ভাইকে ডেকে আপেল মাহমুদ (৩২) নামের ১ ভাইকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে দূর্বৃত্তরা।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন, শিবগঞ্জ থানা ও সদর থানার যৌথ পুলিশ ফোর্স। তারা একটি লিচু বাগানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় তার বড় ভাই আল মামুন (৪০)। তার হাতের কব্জিও কর্তন করা হয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নিহত আপেলের বাড়ি বগুড়ার গোকুল ইউনিয়নের পলাশবাড়ী গ্রামে।
এরপর গত (২২ফেব্রুয়ারী) শনিবার উপজেলার রায়নগর ইউনিয়নের মহাস্থান হাতীবান্ধার শিলাদেবী ঘাট এলাকায় একটি কলাবাগান থেকে হাতে শাখা, পড়নে বেগুনী, লাল ও সবুজ রংঙ্গের জামা ও লাল রংঙ্গের পা জামা, মাথায় সিঁদুর পরিহিত অজ্ঞাতনামা (২৯) নারীর লাশ উদ্ধার করে শিবগঞ্জ থানা পুলিশ। সে সনাতন ধর্মের নারী হতে পারে বলে পুলিশ ও স্থানীয়দের ধারনা ছিল। পরে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ। পরিশেষে আজ আবারও লাশ। পরপর ৪টি লাশের ঘটনায় এলাকাজুড়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে।