মাইকের উচ্চ শব্দে অতিষ্ট হিলিবাসী

দিনাজপুরের হিলিতে মাইকের উচ্চ শব্দে অতিষ্ট হয়ে উঠেছে এলাকাবাসী। বিভিন্ন পণ্যের প্রচারনায় প্রতিদিন মাইকের উচ্চ শব্দে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন ।
জানা যায়, ইজিবাইক, রিক্সা ও পিকআপে মাইক বেঁধে উচ্চ শব্দে দীর্ঘ সময় ধরে বিভিন্ন পণ্যের প্রচারণা চালিয়ে যাচ্ছে । গরু-মহিষ জবাই, ছাগল হারানো, কোচিংয়ে ভর্তি, বিদ্যালয়ে ভর্তি, বে-সরকারি ক্লিনিক- ডায়গনিস্টিক সেন্টার, বিশেষজ্ঞ ডাক্তার, কোন প্রতিষ্ঠানে বিশেষ ছাড়, মোবাইলের সীমকার্ড মেলাসহ বিভিন্ন ধরণের প্রচারের ক্ষেত্রে উচ্চ শব্দে মাইকিং করা হয়।
এছাড়াও কমদামে এলইডি বাল্ব বেচার প্রচারে উচ্চ শব্দে মাইকিং চলছে নিয়মিত। এতে কেউ কেউ বিরক্ত হয়ে কানে আঙ্গুল দিয়ে পথ চলেন। এছাড়াও যত্রতত্র গান লোডের দোকানের সাউন্ড বক্সের উচ্চ শব্দ। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ যেসব স্থানে মাইক বন্ধ রাখার নিয়ম রয়েছে, তাও মানছেনা কেউ।
পথচারী কুদ্দুস আলী খান, লুৎফর রহমান জানান, মাইকের শব্দে আমার অতিষ্ঠ হয়ে পড়েছি। তারা স্কুল, কলেজ, হাসপাতাল, সরকারি অফিস কিছুই মানেনা।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল-হাসান জানান, অতিরিক্ত শব্দ দূষণ শিশুসহ সব বয়সের মানুষের জন্য ক্ষতিকর। শ্রবণশক্তি ক্ষতিগ্রস্থ হয়। মস্তিষ্কে চাপ সৃষ্টি হয়, কর্মক্ষতা কমে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, কাজ কর্মে মন বসেনা।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফেউল আলম বলেন, শব্দ দুষণ একটি বড় ধরণের সমস্যা। শব্দ দূষণকারীদের বিরুদ্ধে শিগগিরই আইনগত ব্যাবস্থ নেয়া হবে।