জোরাল হুঙ্কার দিয়ে ‘নরম’ কর্মসূচি বিএনপির!
গত বৃহস্পতিবার সব পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। একদিন পর শুক্রবার ঢাকা ও চট্টগ্রামে পানির দাম বাড়ানোর ঘোষণা দেয় ওয়াসা।
বিদ্যুৎ-পানির মূল্যবৃদ্ধির কড়া প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানায় বিএনপি। একইসঙ্গে প্রত্যাহার না হলে গণপ্রতিরোধেরও হুঙ্কারও দিয়েছিল দলটি। তবে শনিবার মূল্যবৃদ্ধির প্রতিবাদের কর্মসূচিতে দেখা যায়নি হুঙ্কারের প্রতিফলন।
গত বৃহস্পতিবার বিইআরসি প্রতি ইউনিট বিদ্যুতের দাম বাড়ানোর ফলে সাধারণ গ্রাহকের খরচ বাড়বে ৫ দশমিক ৩ শতাংশ। শুক্রবার ঢাকা ওয়াসা এক গণবিজ্ঞপ্তিতে পানির দাম বাড়ানোর ঘোষণা দেয়, যাতে আবাসিক সংযোগে খরচ বাড়ছে ২৫ শতাংশ।
রিজভী জানান, মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগরসহ সারাদেশের জেলা শহরে সোমবার মানববন্ধন করা হবে। এই কর্মসূচির অংশ হিসেবে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

অনলাইন ডেস্ক