পোরশা সীমান্তে ২৯৩জন চোরাকারবারীর আত্নসমার্পন

নওগাঁর পোরশা সীমান্তে ২৯৩জন চোরাকারবারী বিজিবি’র নিকট আত্নসমার্পণ করেছেন। উপজেলার নিতপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন মাঠে আজ শনিবার বিকাল ৪টায় বাংলাদেশী ২৯৩জন চোরাকারবারী বডার গার্ড বাংলাদেশ এর রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল তুহিদ মোহাম্মাদ মাসুদ এর নিকট আত্নসমার্পণ করেন।
এর আগে নওগাঁ ব্যাটালিয়ান ১৬বিজিবি কমান্ডার লে:কর্ণেল আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আত্নসমার্পণ উপলক্ষে এক আলোচনা সভায় সীমান্ত অপরাধের কুফল বর্ণনা দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল তুহিদ মোহাম্মাদ মাসুদ, বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে সহকারী ভূমি কমিশনার (এ্যসিল্যান্ড) মো: সোরাহব হোসেন, পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান প্রমুখ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে পোরশা ও সাপাহার উপজেলার ২৯৩জন সীমান্ত অপরাধী তাদের শপথ নামায় স্বাক্ষর করে স্ব-স্ব শপথনামা সেক্টর কমান্ডার এর নিকট জমা দিয়ে আত্নসমার্পণ করেন।