ইতালিতে করোনায় আক্রান্ত বাংলাদেশির অবস্থা স্থিতিশীল

ইতালিতে করোনায় আক্রান্ত বাংলাদেশির অবস্থা স্থিতিশীল রয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় মহাখালীতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে আইইডিসিআর এর পরিচালক প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশির অবস্থা স্থিতিশীল রয়েছে।
এছাড়া, সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত তিন বাংলাদেশি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন, একজনের অবস্থা অপরিবর্তীত ও একজন আইসিউতে আছেন।