কাহালুর জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি কর্তৃক সহকারি শিক্ষককে মারধর করার প্রতিবাদে মানব বন্ধন

রোববার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ চত্বরে জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলমগীর আলম (কামাল) কর্তৃক সহকারি শিক্ষক ছাব্বির কাদিরকে মারধর করার প্রতিবাদে উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে এক মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে কর্মসূচীতে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব এফ এম এ ছালাম, উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল উদ্দিন প্রামানিক, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম হাফিজুর রহমান, জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, সহকারি শিক্ষক ছাব্বির কাদির সহ উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
উক্ত ঘটনায় জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছাব্বির কাদির সভাপতির বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে ১টি লিখিত অভিযোগ দিয়েছেন।
জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলমগীর আলম (কামাল) জানান, শিক্ষককে মারধরের কোন ঘটনা ঘটেনি, তবে তার সাথে আমার কথা কাটাকাটি হয়েছে। এ ব্যাপারে কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান এর সাথে কথা বলা হলে তিনি অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।