নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২২ জেলে আটক

লক্ষ্মীপুরের মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ২২ জেলেকে আটক করেছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ।
আজ বুধবার সকালে মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৪টি ইঞ্জিন চালিত নৌকা, ২৫ কেজি ইলিশ ও ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
জাটকা রক্ষা ও ইলিশের উৎপাদন বাড়াতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনার অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা বন্ধ ঘোষণা করা হয়। এ সময় আইন অমান্য করে মাছ শিকার করলে জেল-জরিমানার বিধান রয়েছে।