গোবিন্দগঞ্জে মামলার স্বাক্ষী হওয়ায় মারপিট ও হয়রানিমূলক মামলায় জড়ানোর অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নাকাই হাট ইউনিয়নের দক্ষিণ পাটোয়া গ্রামের মৃত মিয়াজান শেখের ছেলে দেলোয়ার হোসেন শেখ কে মামলার স্বাক্ষী হওয়ায় বিবাদী অজিবর গং কতৃক মিথ্যা মামলায় জড়ানো ও হয়রানির অভিযোগ।
মামলার বিবরন ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার নাকাই হাট ইউনিয়নের দক্ষিণ পাটোয়া গ্রামের মৃত বাচ্চা মিয়ার ছেলে রফিকুল ইসলাম একই গ্রামের মৃত আফতাব হোসেনের ছেলে অজিবর সহ কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা করে যার নম্বর এন জি আর ২১৫/১৯। উক্ত মামলায় বাদী রফিকুল একই গ্রামের মৃত মিয়াজান শেখের ছেলে দেলোয়ার হোসেন শেখ কে মামলার স্বাক্ষী করে। এতে মামলার বিবাদী উক্ত অজিবর রহমান স্বাক্ষী দেলোয়ার হোসেন শেখের উপর ক্ষিপ্ত হয়। এরই জেরে উক্ত মামলায় জামিনে এসে ঘটনার দিন ২৬/২/২০২০ আসামী অজিবর রহমান গংরা বেআইনি জনতায় দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে স্বাক্ষী দেলোয়ার হোসেন কে তার বসতবাড়ীর সামেন অর্তকিত ভাবে হামলা চালিয়ে মারপিট করে। এ সময় ভাগ শরিকের রফিকুল ইসলাম,নুরজাহান, নজিরন এগিয়ে আসলে অজিবর গংরা তাদেরকেও মারপিট করিয়া দাত ও পা ভাঙ্গিয়া দেয়। জখমীদের কে প্রথমে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করানো হলে কতব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে রেফার্ড করলে সেখানে ভর্তি করানো হয়। বর্তমানে জখমীগন সেখানে রয়েছে।
এ বিষয়ে উক্ত ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় উভয় পক্ষ পাল্টা পাল্টি মামলা দায়ের করেছে বলে জানা গেছে।