সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় বাসের হেলপার নিহত

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় রাসেল (৪২) নামে এক বাসের হেলপার নিহত হয়েছেন। এতে আহত হন বাসচালক এবং এক নারী যাত্রী। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে জেলা পৌরসভার পহ্নিছিলা মাজার সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের ফেদাইনগর এলাকার নুরুদ্দীনে ছেলে।
জানা গেছে, পৌরসভার পহ্নিছিলা মাজার সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাশে থামিয়ে যাত্রী উঠাচ্ছিল বাস। এসময় বাসটিকে চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে আহত হন হেলপার রাসেল, চালক মহিউদ্দিন ও বাসযাত্রী সেলিনা। খবর পেয়ে পুলিশ কাভার্ডভ্যান ও বাসটি আটক করেছে।
এ বিষয়ে সীতাকুণ্ড ফায়ার স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে বাসহেলপার রাসেল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।