বঙ্গবন্ধুর কবিতা পাঠের আসর করলো বগুড়া জাতীয় কবিতা পরিষদ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কবিতা পাঠের অনুষ্ঠান করেছে জাতীয় কবিতা পরিষদ বগুড়া জেলা শাখা। শনিবার বিকালে বগুড়া শহরের খোকন পার্কে জাতীয় কবিতা পরিষদ বগুড়ার এই সাহিত্য আসরে সভাপতি আজিজার রহমান তাজের সভাপতিত্বে অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি সরকার সাইফুল ইসলাম, কবি এইচ আলিম, কবি তাসলিমা পারভীন বিউটি, কবি আমিনুর রহমান, কবি বানী রানী পাল, কবি নাজমা আক্তার জাহান, কবি ফাতেমা ইয়াসমিন প্রমুখ। কবিতা অনুষ্ঠানে বঙ্গবন্ধুর কবিতা পাঠ করা হয়। কবিতা পাঠ শেষে জাতীয় কবিতা পরিষদ বগুড়ার সাধারণ সম্পাদক কবি সিকতা কাজলের প্রস্তাবনায় আসছে স্বাধীনতা দিবসে স্বাধীনতার কবিতা পাঠের সিদ্ধান্ত গৃহীত হয়।