কুড়িগ্রামের ডিসি প্রত্যাহার হচ্ছেন, আসছে বিভাগীয় ব্যবস্থা

সাংবাদিক আরিফুল ইসলামকে মধ্যরাতে কারাদণ্ড দেওয়ার ঘটনায় কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
আজ রোববার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রতিমন্ত্রী এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, তার (ডিসি) বিরুদ্ধে তদন্তে অনিয়ম ও অসঙ্গতির প্রমাণ মিলেছে। তাকে কুড়িগ্রাম থেকে প্রত্যাহার করা হবে। একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।