বগুড়ার শেরপুরে জেলা পুলিশের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক ও লিফলেট বিতরণ
_PIC-15.03_.2020_.jpg)
নোভেল করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন বগুড়া জেলার পুলিশ প্রশাসন। একই সঙ্গে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক ও সচেতনামূলক লিফলেটও বিতরণ করা হয়।
আজ রোববার দুপুরের দিকে পৌরশহরের ধুনট মোড় বাসষ্ট্যান্ডসহ শহরের বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়। জেলার পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞার সভাপতিত্বে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় শেরপুর-ধুনট আসনের জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান।
এ সময় শেরপুর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) মো. গাজিউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জামশেদ আলাম রানা, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীর, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজী, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন, পৌরসভার প্যানেল মেয়র নাজমুল আলম খোকন, কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি, আওয়ামীলীগ নেতা আবু তালেব আকন্দ, পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিদ, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. জাহিদ হাসান, কৃষকলীগ নেতা সভাপতি আশরাফুল আলম আইয়ুব খান, শ্রমিকলীগ নেতা কামাল হোসেনসহ পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে নোভেল করোনাভাইরাস প্রতিরোধে গণসচেতনতা তৈরীর লক্ষ্যে জেলা পুলিশের আয়োজনে এবং শেরপুর থানা পুলিশের সার্বিক সহযোগীতায় এই কর্মসূচির মাধ্যমে ঢাকা-বগুড়া মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের যাত্রী সাধারণ, পথচারী ও শিক্ষার্থীদের মধ্যে মাস্ক ও সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, বর্তমানে এই নোভেল করোনা ভাইরাস চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে মহামারি আকার ধারন করেছে। সম্প্রতি বাংলাদেশেও এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তি সনাক্ত করা হয়েছে। তাই এই ভাইরাস সম্পর্কে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। এই ভাইরাস থেকে কিভাবে মুক্ত থাকা যায় সেই বিষয়গুলো মেনে চলতে হবে। তবেই এই ভাইরাস মোকাবেলা করা সম্ভব হবে। তাই সাধারণ মানুষদের মাঝে এই ভাইরাস সম্পর্কে সচেতনতা তৈরীর লক্ষ্যেই জেলা পুলিশের পক্ষ এই কর্মসূচি নেয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলার সব উপজেলায় এই কর্মসূচি পালন করা হবে বলেও ঘোষণা দেন বক্তারা।