রাজশাহীর আট জেলায় ৯৫ জন হোম কোয়ারেন্টাইনে

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে রাজশাহীর আট জেলায় ৯৫ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এর মধ্যে শুধু রাজশাহীতে রয়েছেন চারজন। তবে তারা করোনা আক্রান্ত কি-না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য দফতরের রাজশাহী বিভাগের পরিচালক গোপেন্দ্রনাথ আচার্য্য বলেন, রোববার পর্যন্ত রাজশাহী বিভাগের আট জেলার ৯৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে রাজশাহী জেলার চারজন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যমতে, হোম কোয়ারেন্টাইনে রয়েছেন নওগাঁ জেলার ২৮ জন, বগুড়ায় ২০ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৭ জন, পাবনায় ১০ জন, নাটোরে ১১ জন, জয়পুরহাটে চারজন এবং সিরাজগঞ্জে একজন। তারা সবাই ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে স্বাস্থ্য বিভাগের পর্যবেক্ষণে থাকবেন।
এদিকে, করোনাভাইরাস সচেতনতায় নগরজুড়ে প্রচারপত্র বিলি করেছে নগর আওয়ামী লীগ। দুপুরে নগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্ব এ প্রচারাভিযান চালানো হয়। এ সময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।