চট্টগ্রামে বিদেশ ফেরত ৮ জন হোম কোয়ারেন্টাইনে
বন্দরনগরী চট্টগ্রামে বিদেশ ফেরত ৮ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সব মিলিয়ে গত এক সপ্তাহে চট্টগ্রামে সর্বমোট ২৯ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। আজ সোমবার দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, ইতালিসহ করোনা আক্রান্ত কয়েকটি দেশ থেকে আসা ৮জনকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। এর আগে চট্টগ্রামে ফৌজদারহাটস্থ সংক্রামক ব্যাধি হাসপাতালে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তবে কারো শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি।
বিদেশ ফেরত এই ৮ ব্যাক্তির বাড়ি চট্টগ্রামের কুমিল্লায় বলে জানান সিভিল সার্জন।
এদিকে যেকোন পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আওতাধীন ফৌজদার হাট সংক্রামক ব্যাধি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত এই হাসপাতালে কাউকে ভর্তি করতে হয়নি।

অনলাইন ডেস্ক