হিলিতে বালু বোঝায় ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

দিনাজপুরের হিলিতে বালু বোঝায় ট্রাক্টরের ধাক্কায় একজন বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল হাকিমপুর (হিলি) সিংড়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এঘটনা ঘটে। নিহত বৃদ্ধা সিংড়াপাড়া গ্রামের সাদিকা বেওয়া (৬০)।
হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ জানান, আজ মঙ্গলবার সকালে উপজেলার সিংড়াপাড়া গ্রামের রাস্তার পাশ দিয়ে একজন বৃদ্ধা হেটে যাচ্ছিলো এমন সময় একটি বালু বোঝায় ট্রাক্টর এসে তাকে ধাক্কা দেয়। ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধা সাদিকা বেওয়া গুরুতর আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
তিনি আরও জানান, এঘটনায় ট্রাক্টর চালক পালিয়ে যায়। গাড়িটি থানা হেফাজতে আছে।