ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং মুরইল বাজার কেন্দ্রের শুভ উদ্বোধন

বৃহস্পতিবার বগুড়ার কাহালুতে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং মুরইল বাজার কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়। উক্ত কেন্দ্রের শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বগুড়া জোন এর এক্রিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মো.আব্দুস সোবহান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে কাহালু উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কাহালু শাখার ফার্স্ট এ্যাসিসন্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো.আকরামুল ইসলাম।
ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং মুরইল বাজার কেন্দ্রের এজেন্ট মেসার্স মা বাবা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মো.ফেরদৌস রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু), রওশন আকতার, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বগুড়া জোন এর আইটি বিভাগের সিনিয়র অফিসার মো. সেলিম রেজা, মুরইল ইউ পি চেয়ারম্যান মো.হারেজ উদ্দিন, পাইকড় ইউ পি চেয়ারম্যান মো.মিটু চৌধুরী, পশ্চিম বগুড়া সি.এন.জি চালিত অটোরিক্রা মালিক সমিতির সড়ক সম্পাদক মো.পিলু সরদার প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।