বগুড়ার ব্যবসায়ী আনিসুর রহমান খানের ইন্তেকাল

বগুড়া জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সহসভাপতি ও শাজাহানপুর উপজেলা সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান শাহানের পিতা শহরের ঠনঠনিয়া তেঁতুলতলা নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান খান (৮৪) গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টায় তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ এশা ঠনঠনিয়া হাজীপাড়া জামে মসজিদে নামাজে জানাযা শেষে ভাই পাগলা মাজার সংলগ্ন দক্ষিণ বগুড়া গোরস্থানে দাফন করা হয়। জানাযা ও দাফনে বহু মুসল্লী অংশ নেন। আগামী শুক্রবার বাদ জুম্মা তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।