জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ স্থগিত

করোনাভাইরাস বিস্তার রোধে জনপ্রশাসন মন্ত্রণালয় ও তার অধীনে থাকা সব দফতরের কর্মকর্তা-কর্মচারীর সব ধরনের প্রশিক্ষণ স্থগিত করা হয়েছে।
আজ রোববার জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন এ কথা জানান। তিনি বলেন, আমাদের মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থার এক হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী বর্তমানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণে আছেন।
করোনার কারণে আমরা তা স্থগিত করে যার যার কর্মস্থলে চলে যেতে বলেছি। তারা নিজ নিজ কাজের পাশাপাশি জনগণের সহযোগিতা করবেন এমন নির্দেশনা দেয়া হয়েছে।