বগুড়ায় ডিবির অভিযানে খড়বোঝাই ট্রাক থেকে ফেন্সিডিল উদ্ধার,আটক ৩

বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে শনিবার রাতে শহরের মাটিডালি এলাকায় দিনাজপুর থেকে পাবনাগামী খড়বোঝাই ট্রাক থেকে উদ্ধার করা হয়েছে প্রায় দেড়শ বোতল ফেন্সিডিল এবং ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে মাদকপাচারকারী ৩ জনকে।গ্রেফতারকৃতরা হলেন- দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার মৃত: খাজের উদ্দিনের ছেলে আবুল খায়ের (৪৫), সিরাজগঞ্জ জেলার সলঙ্গা উপজেলার চরিয়া মধ্যপাড়া এলাকার আ: জলিল শেখের ছেলে সোহেল রানা (২৯) ও বড়গোজা এলাকার আমিরুল ইসলামের ছেলে আল-আমিন (২০)।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এস.আই ফয়সাল হাসানের নেতৃত্বে এস.আই নাসিম উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স মাটিডালি এলাকায় গাড়ি চেকিং করতে থাকে। তখন পাবনাগামী খড়বোঝাই মিনি ট্রাক কে থামার নির্দেশ দিলে তারা তা অমান্য করে চলে যায় পরে ডিবি পুলিশ প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাদের থামালে পিছনে লুকিয়ে থাকা ২ জন পালিয়ে গেলেও হাতেনাতে ৩ জনকে গ্রেফতার করা হয়। সেই সাথে সাক্ষীদের উপস্থিতিতে ট্রাকে খোঁজাখুঁজি করলে খড়ের মধ্যে থেকে ভারতীয় ১৫০ বোতল নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়। বিক্রির উদ্দেশ্যে ফেন্সিডিলগুলো বর্ডার এলাকা থেকে তারা পাবনা নিয়ে যাচ্ছিলো বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন গ্রেফতারকৃতরা মর্মে জানিয়েছেন অভিযানে থাকা এস.আই ফয়সাল হাসান ও নাসিম উদ্দিন। বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি আছলাম আলী পিপিএম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রবিবার দুপুরে আদালতে পাঠনো হয়েছে।