পঞ্চগড়ে করোনা সন্দেহে আইসোলেসনে মাদারিপুরের যুবক

পঞ্চগড়ে করোনা সন্দেহে এক যুবককে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আইসোলেসন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। গত রোববার রাত দেড়টার দিকে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে এলে তাকে আইসোলেসনে রাখা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই যুবকের বাড়ি মাদারীপুর জেলার কালকিনী উপজেলায়।
স্বাস্থ্য বিভাগ জানায়, গত ১৮ মার্চ ওই যুবক ঢাকা থেকে শ্বশুর বাড়ি নওগাঁয় যান। সেখান থেকে শাশুড়িকে নিয়ে ২০ মার্চ পঞ্চগড়ে শ্যালিকার বাড়িতে বেড়াতে আসেন। ২৩ বছরের ওই যুবক কয়েকদিন ধরে স্বর্দি, জ¦র ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সিরাজউদ্দৌলা পলিন জানান, রোববার গভীর রাতে এক রোগী পাই। তার মধ্যে করোনা ভাইরাসের লন পাওয়ায় আমরা তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে রেখেছি। রোগির শ্বাস কষ্টসহ অন্যান্য লণ খুব বেশি তীব্র নয়। আইইডিসিআর থেকে টিম পঞ্চগড়ে আসছে। তারা নমুনা সংগ্রহ করে নিশ্চিত হবে ওই যুবক কোভিড ১৯ এ সংক্রমিত কি না।
এদিকে সোমবার বিকাল পর্যন্ত বিদেশ ফেরত ৫৫১ জন জেলার বিভিন্ন এলাকায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।