হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
ভারতে জরুরী অবস্থার কারনে একদিন বন্ধের পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। হিলি পানামা পোর্ট লিংকের গণসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভারতে জরুরী অবস্থার কারনে গত রোববার বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিলো। একদিন বন্ধের পর আবারও বৃহস্পতিবার বিকেল ৩ টা থেকে যথারীতি নিয়মে বন্দরের আমদানি-রপ্তানির সকল কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
তিনি আরও জানান, ভারতীয় মালবাহী ট্রাকগুলো বন্দরে প্রবেশ করছে। এবং আনলোড হয়ে দেশি ট্রাকগুলো লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যাওয়া শুরু করেছে।

হিলি (দিনাজপুর) প্রতিনিধি