হিলিতে করোনা ভাইরাস মোকাবিলায় মাইকিং
করোনা ভারাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে উপজেলার মানুষের স্বাস্থ্য ঝুকির কথা বিবেচনা করে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী অফিসার আব্দুল রাফিউল আলম গণসচেতনতামূলক মাইকে গণবিজ্ঞপ্তি প্রচার করেন।
সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত পৌর প্রশাসন, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়াম্যানগন স্ব-স্ব উদ্যোগে মাইকে এ সংক্রান্ত বিষয়ে প্রচার করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলার মানুষের কথা বিবেচনা করে শুধু মাত্র সরকারি কর্মকান্ড পরিচালনা ও করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে দাপ্তরিক কর্মকান্ড ছাড়া হাকিমপুর উপজেলায় সকল ধরনের সমাবেশ, সেমিনার, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকান্ড যেমন- মেলা, গানের আসর এবং কমিউনিটি সেন্টার পিকনিক স্পট, বিনোদন পার্ক, কোচিং সেন্টার, ক্লাবসমূহে গণজমায়েত, ধর্মীয় অনুষ্ঠান যেমন- ওয়াজ মাহফিল, নামজজ্ঞ (হরি বাসর), কীর্তনসহ সকল প্রকার গণজমায়েত পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার জন্য বলা হয়েছে এবং প্রয়োজন ছাড়া বাড়ীর বাহিরে যাওয়া ও একই সাথে সকল হোটেল, রেষ্টুরেন্ট লোক সমগম সীমিত রাখার জন্য বলা হয়।
মাইকিংয়ে আরও বলা হয়েছে আজ মঙ্গলবার সকাল থেকে উপজেলার সকল প্রকার হাট-বাজার, দোকানপাট, চায়ের দোকান বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার,চালের দোকান,ঔষধের দোকান, খাবারের হোটেল খোলা থাকবে।কিন্তু খাবারের হোটেলে কেউ বসতে পারবে না, খাবার পার্সেল করে নিয়ে যেতে পারবে।