শরপুরে আরডিএফ’র মাস্ক ও লিফলেট বিতরণ
_PIC-23.03_.2020_.jpg)
বগুড়ার শেরপুরে করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য পল্লী উন্নয়ন ফাউন্ডেশন (আরডিএফ) এর উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বিভিন্ন এলাকার রিকশাচালক, দিনমজুর ও সাধারণ জনগণের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ফাউন্ডেশন (আরডিএফ) এর চেয়ারম্যান আব্দুল মান্নান, প্রকল্প পরিচালক আলমগীর হোসেন, শেরপুর প্রেসকাবের সহ-সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আব্দুল মান্নান, আরডিএফ’র শাখা ব্যবস্থাপক তছির উদ্দিন সৈকত, ফিল্ড অফিসার ফরহাদ আলী, ইসমাইল হোসেন, চাঁন মিয়া, শামীম রেজা প্রমুখ।
আরডিএফ’র চেয়ারম্যান জানান, সংগঠনটি সমাজের সাধারণ মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে সাধারণ জনগণকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে।