হিলিতে ভ্যান রিক্সা চালকদের হ্যান্ড স্যানেটারী বিতরণ
.jpg)
করোনা ভাইরাস থেকে বাছতে দেশের মানুষ সচেতন করতে দিনাজপুরের হিলিতে তরুণ্য শক্তি নামের একটি অরাজনৈতিক সংগঠন ভ্যান রিক্সা চালকদের মাঝে হ্যান্ড স্যানেটারী বিতরন করেছেন।
আজ বুধবার সকাল ১০ টায় বাংলাহিলি বাজার, স্থলবন্দর এলাকা সহ সকল সাধারণ মানুষের মাঝে করোনা থেকে বাঁচতে পরিস্কার পরিচ্ছনতা দুরত্ব বজায় রেখে চলতে হবে এবং সাবান দিয়ে হাত মুখ পরিস্কার করতে হবে এমনি পারামশ দিয়ে যাচ্ছেন তারা। এবং ৪শ রিক্সা ভ্যান চালকের মাঝে বিনামুল্যে হ্যান্ড স্যানিটারী বিতরণ করেন।