বগুড়ার শেরপুরে সড়ক দুঘর্টনায় নিহতের সংখ্যা বেড়ে ৬

বগুড়ার শেরপুর উপজেলার ভোগা বটতলা নামক স্থানে যাত্রীবাহী বাস ও লবণ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। আহত রয়েছেন আরও অন্তত ১৮ জন। নিহতরা সবাই শ্রমিক বলে জানা গেছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।এসময় ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার ওসি হুমায়ূন কবীর জানান, ঢাকা থেকে লবণবোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে আর বগুড়া থেকে যাত্রীবাহী বাস সিরাজগঞ্জের দিকে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি উল্টে গেলে লবণের বস্তার ওপর বসে থাকা শ্রমিকরা চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই চার শ্রমিক মারা যান। পরবর্তীতে আহতদের শজিমেক হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে নিহতের সংখ্যা ৬ জন।