সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে নিহত ১

সাতক্ষীরায় কথিত বন্দুকযুদ্ধে অহেদ আলী গাজী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি একজন ডাকাত এবং তার বিরুদ্ধে হত্যাসহ অন্তত ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও একটি বড় ছুরি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার ধুলিহরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। অহেদ আলী গাজী ধুলিহরের তমালতলার মৃত নবাত আলী গাজীর ছেলে।
পুলিশ জানিয়েছে, রাত ২টার দিকে ধুলিহরের দাউদ মাস্টারের আম বাগানে সন্ত্রাসীদের দুটি গ্রুপ বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। গুলির শব্দ পেয়ে পুলিশের টহল দল এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে অহেদ আলী গাজীর মরদেহ পড়ে থাকতে দেখে। পরে তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত অহেদ আলীর বিরুদ্ধে মামুন, নজরুল ও কবীর হত্যা মামলাসহ অন্তত ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।