ভারত থেকে আসা ৭ জন কোয়ারেন্টাইনে
দিনাজপুরের হিলি চেকপোস্টে থামছে যাত্রী পারাপর,ভারত যাত্রী দিচ্ছে কিন্তু নিচ্ছে না। প্রাণঘাতী করোনা আতংক যখন চরমে ঠিক তখনই হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পথে বৃহস্পতিবার ভারত থেকে ফেরা ৭ পাসপোর্টধারী যাত্রীকে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে কোয়ারেন্টাইনে ভর্তি করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোলা কোয়ারেন্টাইনে তাদেরকে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজমুস সাইদ জানান, তাঁরা অসুস্থ না হলেও করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে উপজেলা প্রশসনের সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে কোয়ারেন্টাইনে ভর্তি করা হয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি মো. সেকেন্দার আলী জানান, তাঁদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার পর উপজেলা প্রশাসন তাঁদেরকে কোয়ারেন্টাইনে ভর্তি করার জন্য নিয়ে যান।
এব্যাপারে হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত জানান, হিলির স্বার্থে হিলি ইমিগ্রেশনসহ এখনই সব লকডাউন করে দেয়া উচিত।
এব্যাপারে ইউএনও মো. আব্দুর রাফিউল আলমের নিকট জানতে চাইলে, তিনি এর সত্যতা নিশ্চিত করেন।
দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস মিয়া জনান, এখনি টোটালি বন্ধ করা দেয়া উচিৎ, আমরা এ বার্ডেন তো সয্য করতে পারছিনা । এবং এরাই সংক্রমনের জন্য মেইন সোর্স বলেও উল্লেখ করেন।
এদিকে,সৃস্ট পরিস্থিতিতে ভারত হিলি স্থলবন্দরের এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গত মঙ্গলবার থেকে স্থলবন্দর বন্ধ ঘোষনা করার পরও এবং ভারত জুরে লকডাউন ঘোষনার প্রথম দিনে বুধবার ভারত থেকে ৫৯ ট্রাক পন্য প্রবেশ করে।