১০ টাকা কেজি চাল বিক্রির সিদ্ধান্ত

করোনাভাইরাস মোকাবিলার সময় নিম্নবিত্তদের জন্য প্রতি কেজি চাল ১০ টাকা করে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ শুক্রবার দুপুরে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ তার সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় সরকারি নির্দেশ মেনে চলুন। রাস্তাঘাটে ঘুরাঘুরি করবেন না। নিরাপদে বাসায় থাকুন। প্রয়োজন ছাড়া বের হবেন না।’
বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর উদার মানবিকতায় বিএনপি চেয়ারপারসনকে মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু তার মুক্তিতে হাসপাতালে, গুলশানে ও যাত্রাপথে মানুষের জমায়েত করে করোনা প্রতিরোধের সময় বিএনপি চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রীর বক্তব্য সর্বমহলে প্রশংসিত হয়েছে। তার আহ্বানে সাড়া দিয়ে মানুষ গৃহে অবস্থান করছে।’