নওগাঁয় অযথা বাইরে ঘোরাঘুরি করায় ৯ জনকে জরিমানা

করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে অযথা বাইরে ঘোরাঘুরি না করে বাড়িতে অবস্থান করার নির্দেশ দিয়েছে সরকার। কিন্তু তারপরও মানুষ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় ও বাজারে ঘোরাঘুরি করছে। অকারণে বাড়ির বাইরে ঘোরাঘুরি করায় নওগাঁর পোরশা উপজেলায় ৯ ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কয়েকটি স্থানে অবস্থান নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হামিদ রেজা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হামিদ রেজা বলেন, উপজেলার কালাইবাড়ি, গাংগুরিয়া ও সরাইগাছি মোড়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা ও বাজারে ঘুরছিল ৯ ব্যক্তি। অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতে ওই ব্যক্তিদের জরিমানা করা হয়। সেই সঙ্গে চলমান নিষেধাজ্ঞায় বাড়ির বাইরে চলাচল না করতে বলা হয়।
তিনি আরও বলেন, করোনাভাইরাস সচেতনতায় গত কয়েকদিন থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্চে। জরুরি প্রয়োজন ছাড়া জনগণকে বাড়ির বাইরে যেতে নিষেধ করা করা হয়। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কারাদণ্ডসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।