পঞ্চগড়ের আইসোলেশনে থাকা যুবক করোনায় আক্রান্ত নন, জনমনে স্বস্তি

করোনাভাইরাস সন্দেহে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা যুবকের শরীরে করোনা ভাইরাস নেই বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। ওই যুবকের করোনা সংক্রান্ত নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষার পর আইইডিসিআর কর্তৃপক্ষ গতকাল শুক্রবার ওই যুবক করোনায় আক্রান্ত নন বলে নিশ্চিত করেন। এরপরেই ওই যুবককে আইসোলেশন ওয়ার্ড থেকে ছাড়পত্র দেয়া হয়।
এছাড়া গত কয়েক দিনের চিকিৎসা তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরে আসে।
এর আগে ওই যুবককে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়ার পর থেকেই জেলার মানুষের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। এমনকি আতঙ্কে অনেকেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নেয়া বাদ দিয়ে দেন।
গত রোববার গভীর রাতে পঞ্চগড়ে শ্যালিকার বাড়িতে বেড়াতে আসা ওই যুবককের স্বর্দি, জ্বর, বুকে ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হলে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা ওই যুবকের শরীরে করোনার সাধারণ উপসর্গ পেয়ে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে করেন।
তার সাথে তার ভায়রাসহ ওই পরিবারের ৯ জনকে হোমকোয়ারেন্টাইনে রাখা হয় এবং আইইডিসিআর কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে স্বাস্থ্য বিভাগ। গত মঙ্গলবার ওই যুবকের করোনা সংক্রান্ত নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে যায় আইইডিসিআরের প্রতিনিধিরা।
পঞ্চগড় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, পঞ্চগড় আইসোলেশনে রাখা যুবক করোনায় আক্রান্ত নয় বলে আইইডিসিআর কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। তারপরেই তাকে ছাড়পত্র দেয়া হয়েছে। এখন তিনি পুরোপুরি সুস্থ। এটি পঞ্চগড়ের মানুষের জন্য একটি ভাল খবর। মূলত তিনি শ্বাসকষ্ট জনিত অ্যাজমা রোগে আক্রান্ত ছিলেন। এছাড়া তার বিদেশে যাওয়া বা কোন বিদেশির সংস্পর্শে আসার ইতিহাস পাওয়া যায়নি।