করোনায় আতঙ্ক দেশ, থেমে নেই মাদক ব্যবসায়ীরা
প্রাণঘাতী করোনার আতঙ্কে যখন হিলি সীমান্তবাসী। তখনও থেমে নেই ফেন্সিডিল ব্যবসায়ীরা। করোনাকে ঠেকানোর পাশাপাশি মাদকের দৌড়ত্বকে দাবাতে দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪৪ বোতল ফেন্সিডিলসহ এক জনকে আটক করেছে পুলিশের এএসআই রাজু আহমেদ।
গ্রেপ্তারকৃত ফেন্সিডিল ব্যবসায়ী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মাহবুব রহমানের ছেলে ইভান বাবু (২৬)।
হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ জানান, উপজেলার সাতকুড়ি গেটে এএসআই রাজু সহ সঙ্গী ফোর্স নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধ অভিযানে ব্যস্ত। এমন সময় মোটরসাইকেল যোগে ফেন্সিডিল ব্যবসায়ী বাবুসহ দু'জন দ্রুতবেগে সেখান থেকে পালিয়ে যায়। পুলিশের এএসআই রাজু তাদের ধাওয়া করে। পরে সীমান্তের চুড়িপিট্ট এলাকায় তাদের আটক করার চেষ্টা করলে। একজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এসময় ব্যাগে ৪৪ বোতল ফেন্সিডিলসহ বাবুকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ফেন্সিডিল ব্যবসায়ী ইভান বাবুর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।